চূড়ান্ত হলো ২০২৭ চ্যাম্পিয়নস লীগ ফাইনালের ভেন্যু

চূড়ান্ত হলো ২০২৭ চ্যাম্পিয়নস লীগ ফাইনালের ভেন্যু

চূড়ান্ত হলো ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লীগ ফাইনালের ভেন্যু। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতাটির শিরোপার লড়াই হবে স্পেনের মাদ্রিদে, অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে। আলবেনিয়ার তিরানায় বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। একই বছরের মেয়েদের চ্যাম্পিয়নস লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশর জাতীয় স্টেডিয়ামে।

এছাড়া আগামী বছরের উয়েফা সুপার কাপের ম্যাচটি হবে অস্ট্রিয়ার সালসবুর্গে। ২০২৬-এর চ্যাম্পিয়নস লীগ ফাইনালের ভেন্যু ঘোষণা হয় আগেই। চলতি মৌসুমের পর্দা নামবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। আর মেয়েদের ফাইনাল হবে নরওয়ের অসলোর ওল্লেভাল স্টেডিয়ামে। পরবর্তী মৌসুমের জন্য প্রাথমিকভাবে ইতালির মিলানের সান সিরো স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ঠিক করে উয়েফা। তবে ইন্টার মিলান ও এসি মিলানের ঘরের মাঠটির সংস্কার পরিকল্পনা তথ্য জমা দেয়ার কারণে ভেন্যুর সিদ্ধান্ত চলতি মাস পর্যন্ত স্থগিত রাখা হয়।

অন্যদিকে, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি এ’র ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করার কথা জানায় তারা। আগামী ডিসেম্বরে বার্সেলোনা-ভিয়ারিয়ালের ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আর আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে কোমো ও এসি মিলানের ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এ ব্যাপারে এখনও ফিফার অনুমোদন দেয়াও বাকি। এরপর লাগবে উয়েফার সবুজ সংকেতও।