চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে আফগানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়ার আশা টিকিয়ে রেখেছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন তানজিদ তামিম। ৩১ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস উপহার দেন তিনি। অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কারটা যেন হাতেনাতে পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার উপরে।
আফগান ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারা জাকের আলী অনিকও এগিয়েছেন র্যাংকিংয়ে। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে ৫৭ নম্বরে আছেন এ ব্যাটার।
দুই ব্যাটারের উন্নতির দিন র্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। হংকংয়ের বিপক্ষে ৫৯, শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করা লিটন এক ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন। এদিকে হংকংয়ের সঙ্গে ১৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন পারভেজ ইমন। আফগান ম্যাচে ছিলেন না একাদশেও। ৮ ধাপ পিছিয়ে বাঁহাতি এই ওপেনার বর্তমানে ৭৫ নম্বরে আছেন।