আফঈদার ‘অবিস্মরণীয় মুহূর্ত’
স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন আফঈদা খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার নেওয়ার আনন্দ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আফঈদাসহ মোট ১২ জন তরুণকে এই পুরস্কার দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করে আফঈদা নিজের অনুভুতি প্রকাশ করেন।
“আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় জনাব ড. মুহাম্মদ ইউনুস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।”
“আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়-এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।”
আফঈদার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়ে বাংলাদেশ।
আফঈদার জন্মস্থান সাতক্ষীরাতেও এরই মধ্যে আয়োজন শুরু হয়ে গেছে। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ বুধবার আফঈদার জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।