এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটারদের সমীহই করলেন আফগান কোচ জনাথন ট্রট।
বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার। কেননা, হারলেই বাড়ির পথ ধরতে হবে লিটন কুমার দাসের দলের। আর জিতলে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের জন্য। বাংলাদেশ ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ ট্রট বলেন, ‘বাংলাদেশ দলে সবসময় ক’জন ম্যাচ উইনার থাকে। তাই আগামীকাল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভালো একটি পরীক্ষা হতে যাচ্ছে। বিরতির পর আমরা মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে আছি। এখানে তো অনেক গরম। আমার জন্য এটি ব্যাটারি রিচার্জ করে আবার মাঠে নামা। আগামীকাল জিতলে পরের ধাপ অনেকটা নিশ্চিত হয়ে যাবে।’ ট্রট আরও বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে কাল (আজ) বিগ গেম। সম্প্রতি বছরগুলোতে ওদের বিপক্ষে কিছু ম্যাচ আমরা খেলেছি এবং লড়াইটা দারুণ হয়েছে। তাই (খেলতে) মুখিয়ে আছি এবং জয়ের দেখা পাব বলে আশাবাদী।’