এখনই মাঠে ফিরতে পারছেন না লিওনেল মেসি। আগামীকাল মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে অরল্যান্ডো সিটির মাঠে খেলবে ইন্টার মায়ামি। শনিবার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, এ ম্যাচেও খেলা হবে না আর্জেন্টাইন মহাতারকার। তার মতে, ব্যস্ত সূচি বিবেচনা করে ম্যাচটিতে খেলা মেসির জন্য ঝুঁকির কারণ হতে পারে।
লীগস কাপে গত সপ্তাহে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই চোট পান মেসি। প্রতিপক্ষ দুই ডিফেন্ডারের সে চ্যালেঞ্জ সামলে উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যেতে চাইলেও পারেননি তিনি। মাঠ ছেড়ে সোজা ড্রেসিং রুমে চলে যেতে হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। যদিও ৩৮ বছর বয়সী মেসির চোট গুরুতর নয়, তবে যেকোনো ঝুঁকি এড়াতেই তাকে বিশ্রামে রাখা হচ্ছে। পরীক্ষার পর ক্লাবের পক্ষ হতে জানানো হয়, মেসির ডান পায়ের পেশিতে মাইনর চোট আছে। দলের অধিনায়কের ফেরার সম্ভব্য তারিখের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগামীকাল সকাল ৬টায় অরল্যান্ডোর বিপক্ষে এমএলএসের ম্যাচে খেলবে ইন্টার মায়ামি। এর আগে সংবাদ সম্মেলনে মায়ামি বস জানান, দলের সঙ্গে সফরে থাকছেন না মেসি। মাসচেরানো বলেন, ‘লিওকে আগামীকাল পাওয়া যাবে না। লিও ঠিক আছে, তবে সামনের সবকিছু (ব্যস্ত সূচি) বিবেচনা করে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়াটা হবে বোকামি। সে শিগগিরই আমাদের সঙ্গে ফিরবে বলে আমরা আশাবাদী।’ এ ম্যাচের পর এমএলএসের পরবর্তী ম্যাচে আগামী ১৭ই আগস্ট লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে খেলবে মায়ামি। এর তিনদিন পরই রয়েছে লীগস কাপের কোয়ার্টার ফাইনাল। সেখানে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে মাসচেরানোর ছেলেরা।
এর আগে গত বুধবার মেসিকে ছাড়াই লীগস কাপে মেক্সিকোর আরেক দল পুমাস ইউএনএএমের বিপক্ষে ৩-১ গোলের জয়ে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছায় মায়ামি। আসন্ন সূচির কথা মাথায় রেখে মাসচেরানোর মূল লক্ষ জয়ই। মেসির এ সাবেক সতীর্থ বলেন, ‘আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। নিয়মিত মৌসুমে যদি প্রথম হয়ে শেষ করতে পারি, দারুণ হবে। তবে গত বছরও দেখেছি, হোম অ্যাডভান্টেজ সব সময় কাজে দেয় না। ১২টি এমএলএস ম্যাচ বাকি, আমরা চাই সব জিততে। লীগস কাপেও তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে সব জিততে চাই।’
চোটে পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। এমএলএসে ১৮ গোল করে চলতি মৌসুমে এখনও যৌথভাবে শীর্ষেই রয়েছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড, আছে ৯টি অ্যাসিস্টও। সমপরিমাণ গোল করেছেন ন্যাশভিলের স্যাম সারিজও।