এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ‍ছবি : সংগৃহীত

ইতিহাস, পরিসংখ্যান—সবই যেন আজ বাংলাদেশের ‘প্রতিপক্ষ’

এশিয়া কাপে দুর্দান্ত ছন্দ নিয়েই নামছে বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গ্রুপ বি’তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। বৃহস্পতিবার আবুধাবিতে হতে যাওয়া ম্যাচে টাইগারদের ভরসা শক্তিশালী পেস আক্রমণ আর ছক্কার ঝড়ে মুখর ব্যাটিং ইউনিট। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও ইতিহাস, পরিসংখ্যান সবকিছুই কথা বলছে বাংলাদেশের বিপক্ষে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। সেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয়েছে টাইগারদের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ারও।

বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই পরাজিত হয়েছে। একটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। অন্যটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আবু জায়েদ স্টেডিয়ামে আরও একটি ম্যাচে অংশ নিয়ে জিততে পারেনি বাংলাদেশ। সেটা ছিল ওই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ। সে খেলায় ৪ উইকেটে হেরে গিয়েছিল লিটন দাসের দল।

সবমিলিয়ে, সাম্প্রতিক পারফম্যান্স বাংলাদেশের পক্ষে থাকলেও ইতিহাস, পরিসংখ্যান সবই টাইগারদের বিপক্ষে। তবে দিনশেষে মাঠের খেলায় যে দল ভালো করবে সে দলই জয়ী হিসেবে মাঠে ছাড়বে। এশিয়া কাপ মিশনটা জয় দিয়েই শুরু করতে চাইবেন লিটন-মুস্তাফিজরা।