ভারতের ওয়ানডে নেতৃত্বের দোরগোড়ায় গিল

ভারতের ওয়ানডে নেতৃত্বের দোরগোড়ায় গিল

ভারতকে টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। টি-টোয়েন্টিতে অক্ষর প্যাটেলের জায়গায় সূর্যকুমার যাদবের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি। এবার ওয়ানডে দলের দায়িত্বও গিলের কাঁধে তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্বাচক কমিটির লক্ষ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ তরুণ তারকাকে যথেষ্ট সময় দেয়া।

ভারতীয় ক্রিকেট পোর্টাল রেভস্পোর্টজের সূত্রে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গিলকে ওয়ানডে অধিনায়ক বানানোর বিষয়ে আর কোনো প্রশ্ন নেই, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অন্যদিকে, আরও কিছুদিন খেলতে চান বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তবে, এ সিদ্ধান্তটা এককভাবে তার হাতে নেই। কেননা, ২০২৭-এ রোহিতের বয়স হবে ৪০। কেবল এক ফরম্যাটেই খেলে ফর্ম ও ফিটনেস ধরে রাখাটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আগামী মাসে ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত দল। ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে এটিই হতে পারে রোহিতের শেষ ওয়ানডে সিরিজ। আসন্ন ২০২৭ বিশ্বকাপের জন্য নির্বাচকরা নতুন অধিনায়ককে যথেষ্ট সময় দিতে চান, যাতে নিজের মতো করে দল গড়তে যথেষ্ট সময় পান তিনি। শুধু রোহিতই নয়, প্রশ্ন উঠছে বিরাট কোহলিকে নিয়েও। টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেয়া কোহলিও খেলবেন শুধুমাত্র ওয়ানডে সংস্করণেই। তাই অস্ট্রেলিয়া সফরেই নির্ধারিত হয়ে যেতে পারে দুজনের ভাগ্য। দুজনের দুর্দান্ত পারফর্মেন্স ছাড়া হয়তো কঠিন সিদ্ধান্ত নিতেই বাধ্য হবেন নির্বাচকরা।

ভারতীয় ক্রিকেটে এর আগেও একাধিকবার তিন ফরম্যাটেই একই অধিনায়ক দেখা গেছে। নির্বাচকরা সেই ধারা বজায় রাখতে চান এবারও। লাল বলে গিল তো দায়িত্ব পালন করছেনই। সহ-অধিনায়ক হওয়ার কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ সংস্করনেও গিলকেই অধিনায়ক বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।