‘মুক্তি’ পেলেন বার্সেলোনা কোচ

‘মুক্তি’ পেলেন বার্সেলোনা কোচ

শেষ মৌসুমে দুর্দান্ত খেলেও চ্যাম্পিয়নস লীগ থেকে খালি হাতে ফেরে বার্সেলোনা। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-৩ গোলের হারে ছিটকে যায় স্প্যানিশ জায়ান্টরা। ওই ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান কোচ হান্সি ফ্লিক। এ কারণে ফ্লিক ও তার সহকারী মার্কার জর্গকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই শাস্তি আপাতত স্থগিত করেছে উয়েফা। ফলে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডাগআউটেই থাকতে পারবেন বার্সার জার্মান কোচ।

সেমির প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করে বার্সা ও ইন্টার। ইতালিয়ান জায়ান্টদের ঘরের মাঠে ৪-৩ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে ফাইনালে পৌঁছায়। ওই ম্যাচে অসদাচরণর দায়ে এক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশ ২০ হাজার ইউরো (২৮ লাখ ৫০ হাজার টাকারও বেশি) জরিমানা করা হয় ফ্লিককে। একই শাস্তি দেয়া হয় সহকারী জর্গকেও। এ শাস্তির বিরুদ্ধে আপিল করে কাতালান ক্লাবটি। শুক্রবার একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমে জানানো হয়, আপিলে জয়ী হয়েছে বার্সেলোনা। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উয়েফাও। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও আর্থিক জরিমানা পরিশোধ করতে হবে ৬০ বছর বয়স ফ্লিককে। এ ছাড়া, নিষেধাজ্ঞা স্থগিত থাকবে আগামী এক বছরের জন্য। এ সময়টাতে পর্যবেক্ষনের মধ্যে থাকবেন তারা। একই ধরণের আচরণ ফের করলে শাস্তি পুনর্বহালের পাশাপাশি নিষেধাজ্ঞার নতুন খড়গও নেমে আসতে পারে।

ম্যাচটির পর সংবাদ সম্মেলনেও রেফারি সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা করেন ফ্লিক। এছাড়া, দর্শকদের আচরণের জন্যও জরিমানা গুনতে হয় বার্সেলোনাকে। স্প্যানিশ লা লিগায় পরবর্তী ম্যাচে আগামীকাল রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে কাতালুনিয়ানরা। এরপর আগামী বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে চ্যাম্পিয়নস লীগের নতুন আসর শুরু করবে ফ্লিকের শিষ্যরা।