দেশী ফুটবলার বা কোচের টাকা না দিয়ে বছরের পর বছর পার পেয়ে যায় ক্লাবগুলো। তবে বিদেশীদের সাথে এই আচরণ করে রক্ষা নেই।
গত সিজনে প্রিমিয়ারে নবাগত ছিল ইয়ংমেনস ক্লাব ফকিরেরপুল। তারা তাদের উজবেক ফুটলারের টাকা দিতে পারেনি। ফলে টাকা না পেয়ে ফিফায় বিচার দেয় উজবেকিস্তানের খেলোয়াড়টি। এতে ফিফা ওই ফুটবলারের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে ইয়ংমেনসের। শেষ পর্যন্ত মূল টাকা এবং জরিমানাসহ ২৫ লাখ টাকা পরিশোধ করে উজবেক ফুটবলারটির।
এতে ক্লাবটি এখন এবারের চলমান দল বদলে অংশ নিতে পারছে। বাফুফে সূত্রে জানা গেছে তা।