বার্সা ছেড়ে এবার রোনালদোদের ক্লাবে ইনিগো মার্টিনেজ
শেষ কয়েকদিনের নানা গুঞ্জনে খবরটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছিল। শনিবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিল আল নাসর। ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লীগের ক্লাবটিতে যোগ দিয়েছেন ইনিগো মার্টিনেজ। গত মৌসুমে এ দলবদলের অনেক চেষ্টার পর এবার সফল হলো আল নাসর।
২০২৩-এ অ্যাথলেটিক বিলবাও থেকে ফ্রি এজেন্ট হিসেবেই ইউরোপিয়ান জায়ান্টদের শিবিরে যোগ দেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তার চুক্তি এক বছরের। তবে আল নাসর চাইলে আরও এক বছর বাড়িয়ে নিতে পারবে, এমনটাই বলা হয়েছে চুক্তিতে। ইএসপিএন জানায়, গত মৌসুমে মার্টিনেজের জন্য বড় অঙ্কের প্রস্তাব দেয় আল নাসর। তখন তাকে ছাড়তে রাজি হয়নি স্প্যানিশ জায়ান্টরা। সেবার মার্টিনেজকে সেখানেই থেকে যেতে রাজি করান বার্সার ক্রীড়া পরিচালক ডেকো। তবে এবার তাকে যেতে দিতে হল ফ্রিতেই। মার্টিনেজের এই সিদ্ধান্তে তেমন আলোচনা না উঠলেও, তার প্রস্থান অনেকটাই বিস্ময়কর।
শেষ মৌসুমে কাতালান ক্লাবটির নিয়মিত ফুটবলারদের মধ্যে একজন ছিলেন ৩৪ বছর বয়সী মার্টিনেজ। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জুটি বড় ভূমিকা রাখে ক্লাবের স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের একাডেমি থেকে উঠে আসা মার্টিনেজ এ ক্লাবেরই মূল দলে খেলেন ৯ বছর। ২০১৮তে তিনি পাড়ি জমান স্বদেশি আরেক ক্লাব বিলবাওতে। সেখানে পাঁচ বছর খেলার পর যোগ দেন বার্সায়। লামিন ইয়ামাল-রবার্ট লেভানদোভস্কিদের সঙ্গে দুই মৌসুমে খেলেন ৭১ ম্যাচ, শুরুর একাদশে থাকেন ৬১টি ম্যাচে। দলের রক্ষণভাগের দায়িত্ব সামলানোর পাশাপাশি বার্সার জার্সিতে ৩টি গোলও আছে মার্টিনেজের, অ্যাসিস্ট ৫ গোলে।
এর আগে চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টানে আল নাসর। সৌদি ক্লাবটির দায়িত্ব নেন পর্তুগিজ অভিজ্ঞ কোচ জর্জ জেসুস। গতবার লীগে তৃতীয় হয়ে শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোরা।