স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট পূরণ করলেন সাকিব আল হাসান। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের কীর্তি গড়লেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে রোববার সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে এ বাঁহাতি স্পিনার ২ ওভারে ১১ রান দিয়ে উইকেট নেন ৩টি। পরে ব্যাট হাতে ২ ছক্কা ও ১ চারে ১৮ বলে করেন ২৫ রান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ৭ উইকেটে জয় তুলে নেয়া ম্যাচে তাই ম্যাচসেরাও সাকিবই।
অসাধারণ এ কীর্তি গড়ার পর ইনিংস বিরতিতে ব্রডকাস্টারে দেওয়া সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সাকিব। তিনি বলেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার... যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’ টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সেন্ট কিটসের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩৩। রান তাড়ায় ২ বল হাতে রেখে জয়ের প্রান্তে পৌঁছে যায় অ্যান্টিগা। সেন্ট কিটসের ১৫তম ওভারে বোলিংয়ে আসেন ৩৮ বছর বয়সী সাকিব। তৃতীয় বলেই পাঁচশ’ পেয়ে যেতে পারতেন। তবে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারি লাইনে পা লাগিয়ে দেন জেইডেন সিলস। যদিও শেষ বলে পাকিস্তানি ব্যাটারের ক্যাচ নিজেই লুফে নিয়ে অনন্য কীর্তি গড়েন সাকিব। নিজের পরের ওভারে হাত ঘুরাতে এসে ফেরান কাইল মায়ার্সকে।
একই ওভারে সাকিব সাজঘরের পথ দেখান নাভিন বিদাইসিকে। ইনিংসের শেষ ওভারে আব্বাস আফ্রিদিকে রানআউট করতেও বড় ভূমিকা রাখেন এ দেশসেরা অলরাউন্ডার। রান তাড়ায় চারে নেমে সাকিব ফেরেন ২৫ রানের অবদানে। চলতি সিপিএলে এটিই এ বাঁহাতি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। টি-টোয়েন্টিতে সাকিবের মোট রান ৭৫৭৪। অলরাউন্ড পারফর্মেন্সে ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার পান সাকিব। সীমিত ওভারের ক্রিকেটে সাকিবের সমান ম্যাচসেরার পুরস্কার আছে আন্দ্রে রাসেলেরও। তবে এ অর্জনে রাসেলের (৫৬৪) থেকে অনেক ম্যাচ কম খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব (৪৫৭)। এ তালিকার পাঁচে থাকা সাকিব ও রাসেলের উপরে আছেন ৪৫ ম্যাচসেরার পুরস্কার পাওয়া ইংলিশ তারকা অ্যালেক্স হেলস (৫০৬)। সাকিবের সঙ্গে সিপিএলে অন্য দলের হয়ে খেলছেন রাসেল ও হেলসও। ৭১০ ম্যাচ খেলে তৃতীয় সর্বোচ্চ ৪৭ ম্যাচসেরার স্বীকৃতি আছে কাইরন পোলার্ডের।
চলতি আসরে খেলা এ ক্যারিবিয়ান তারকা এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চিইজি লীগে ব্যাটিং কোচের ভূমিকায় খণ্ডকালীন কাজও করছেন। অস্ট্রেলিয়ার হয়ে এখনও খেলা চালিয়ে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েল এ তালিকায় দ্বিতীয় (৪৮৬ ম্যাচে ৪৮ বার)। সাকিবের পাশে ও সামনের তিনজন তার খুব কাছে থাকলেও প্রথমজন অনেকটাই দূরে। ৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচসেরা হয়ে রেকর্ডটা অনেকদিন ধরেই নিজের কাছে রাখছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ব্যাটার এই সংস্করণে নিজের শেষ স্বীকৃত ম্যাচটি মিরপুরে খেলেন ২০২২-এ, বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)।