অ্যামুরির কোচিংয়ে ‘আরও খারাপের দিকে যাচ্ছে’ ইউনাইটেড, মত রুনির
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় উন্নতির কোনো ছাপ দেখছেন না ওয়েইন রুনি। বরং হুবেন অ্যামুরির কোচিংয়ে তার প্রিয় ক্লাব আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ৩-০ গোলে হারে ইউনাইটেড।
এই হারের পর অ্যামুরির ওপর চাপ বেড়েছে আরও। এরিক টেন হাগকে ছাঁটাই গত ১ নভেম্বর অ্যামুরিকে কোচ করে আনে ইউনাইটেড। কিন্তু ১০ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দলকে কক্ষপথে ফেরানোর খুব একটা আভাস দিতে পারেননি তিনি।
সবশেষ ম্যাচ তার দলের বাজে পারফরম্যান্সের আরেকটি উদাহরণ। ছন্দ খুঁজে ফেরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ম্যাচে শেষ বাঁশি বাজার অনেক আগেই ইউনাইটেডের অনেক সমর্থক গ্যালারি ছাড়েন। বিবিসির ‘দা ওয়েন রুনি শো’-তে সাবেক এই অধিনায়ক সমালোচনা করলেন কোচ অ্যামুরির।
“কোচ ও খেলোয়াড়দের আমি যতটা সম্ভব সমর্থন দিতে চাই। কিন্তু এখানে বসে বলা খুব কঠিন যে, আমরা অগ্রগতি দেখছি কিংবা অন্তত এমন কিছু দেখছি, যা নিকট ভবিষ্যতে ফল বয়ে আনবে। আমরা তেমন কিছুই দেখছি না, আর এটা ভীষণ কষ্টকর।”
“ম্যাচের শেষ দিকের দৃশ্য দেখলাম, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা মাঠ ছেড়ে চলে যাচ্ছে। ভক্তরা অ্যামুরির নামে গান গাইছিল; কিন্তু আমার মতে, এটা অনেক বেশি শক্তিশালী বার্তা দেয় যে, ইউনাইটেডের ভক্তরা (ম্যাচ শেষের আগেই) চলে যাচ্ছিল। তারা বুঝে গিয়েছিল, লড়াই শেষ এবং আমি মনে করি, তারা যা দেখছিলেন তাতে তারা ভীষণ হতাশ।”
গত মৌসুমে ইউনাইটেড ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৫তম স্থানে ছিল। ১৯৮৯–৯০ মৌসুম থেকে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান। ১৯৭৩–৭৪ সালে অবনমনের পর থেকে শীর্ষ স্তরে তাদের সর্বনিম্ন পয়েন্টও।
কোচ হয়ে আসার পর অ্যামুরি নতুন খেলোয়াড় আনার জন্য প্রায় ২৫ কোটি পাউন্ড খরচ করেছেন। অনেক খেলোয়াড় অন্য দলে যোগ দিয়েছেন। এতে ৩-৪-৩ ফর্মেশনে খেলানোর জন্য দলকে পুনর্গঠন করতে পেরেছেন কোচ। কিন্তু নতুন মৌসুমের শুরুতেও দেখা দিয়েছে পুরনো সমস্যা।
“গত বছর যখন টেন হাগ ছাঁটাই হলেন এবং হুবেন এলেন, আমরা শুনলাম এখন থেকে তারা কীভাবে খেলবে এবং এখানে পরিবর্তন আসবে। আমি মনে করি, কোচ যদি নিজের প্রতি সৎ হন তাহলে, এটা আরও খারাপ হয়েছে।”