ওমানকে ১৮.৪ ওভারে ১৩০ রানেই গুঁড়িয়ে দিয়েছে আরব আমিরাত। এশিয়া কাপের ১৭তম আসরের সপ্তম ম্যাচে ৪২ রানের বড় ব্যবধানে জয় পেলে টুর্নামেন্টের স্বাগতিকরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে আরব আমিরাত। প্রথবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৫১ রান করেন আলিশান শরফু।
চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকির গতিতে বিভ্রান্ত হয়ে ১৮.৪ ওভারে ১৩০ রানেই অলআউট হয় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আরিয়ান।
দুই দল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে। আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারে। আজ ওমানকে হারিয়ে জয়ে ফিরে।
অন্যদিকে ওমান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬১ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে অলআউট হয়ে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। আজ দ্বিতীয় ম্যাচেও তারা হেরে গেলো।