প্রথম ম্যাচে নিষ্প্রভতা কাটিয়ে জোড়া গোলের আলো ছড়ালেন ভিক্তর ইয়োকেরেশ (বাঁ থেকে তৃতীয়)। ছবি: রয়টার্স

ইয়োকেরেশের জোড়া গোল, আর্সেনালের দুইয়ে দুই

মৌসুম শুরুর ম্যাচে প্রত্যাশিত জয় মিললেও পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি ছিল আর্সেনালের। আক্রমণাত্মক ফুটবলে সেই অপূর্ণতা অনেকটাই কাটিয়ে উঠল দলটি। যাকে ঘিরে পেছনের হতাশা মুছে দেওয়ার স্বপ্ন দেখছে দলটি, সেই ভিক্তর ইয়োকেরেশ করলেন জোড়া গোল। সঙ্গে অন্যদের অবদানে লিডস ইউনাইটেডকে অনায়াসে হারিয়ে দিল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে স্বাগতিকরা। জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারও। একবার জালের দেখা পেয়েছেন বুকায়ো সাকা।

পুরোটা সময় আধিপত্য করে পাওয়া জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে আর্সেনাল। দুই ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৬। টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও ৬; তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে তারা।

প্রথম ৪৫ মিনিটে গোলের জন্য নেওয়া ছয়টি প্রচেষ্টার একটিমাত্র লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল এবং তাতেই এগিয়ে যায় তারা। ৩৪তম মিনিটে ডেক্লান রাইসের কর্নারে হেডে গোলটি করেন ইউরিয়েন টিম্বার।

বিরতির আগের যোগ করা সময়ে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। এখানেও জড়িয়ে টিম্বারের নাম। ডাচ ডিফেন্ডারের থ্রু পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল কোনাকুনি শটে বল জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড।

গত মৌসুমে স্পোর্তিংয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করে ‘গোলমেশিন’ তকমা পেয়ে যাওয়া ইয়োকেরেশ প্রিমিয়ার লিগে গোলের খাতা খুলতে দেরি করলেন না। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর, এদিন ৪৮তম মিনিটে চমৎকার একটি গোল করেন তিনি।

ইউনাইটেডের বিপক্ষে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করা রিকার্দো কালাফিওরির উঁচু করে বাড়ানো বল ধরে, বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে নিচু শটে বল ঠিকানায় পাঠান সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেশ।

এই সময় টিভির পর্দায় গ্যালারিতে বসে নতুন সতীর্থদের গোল উৎসব উপভোগ করতে দেখা যায় এদিনই আর্সেনালে চুক্তিভুক্ত হওয়া এবেরেচি এজেকে। ইয়োকেরেশের গোলের আট মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে বড় জয়ের পথে এগিয়ে যায় আর্সেনাল। গোলমুখে জটলার মধ্যে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন টিম্বার।

৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল, এবং এর সবগুলোই সফল।

এর শেষটি আসে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে, সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়োকেরেশ। ১৫ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্স ডোম্যান ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় আর্সেনাল।