করমর্দন বিতর্কে ম্যাচ রেফারিকে সরানোর দাবি পাকিস্তানের

করমর্দন বিতর্কে ম্যাচ রেফারিকে সরানোর দাবি পাকিস্তানের

ভারতের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচ ঘিরে করমর্দন বিতর্ক তীব্র আকার নিয়েছে। এবার সরাসরি ম্যাচ রেফারির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তাঁকে যেন তাৎক্ষণিকভাবে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হয়।

ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করায় বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে।

পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ লিখেছেন, 'পিসিবি ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ও এমসিসির "স্পিরিট অব ক্রিকেট" আইন ভঙ্গের অভিযোগ এনেছে। আমরা দাবি জানিয়েছি, তাকে যেন তাৎক্ষণিকভাবে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হয়।'

এদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এসিসির কাছেও বিষয়টি তোলা হয়েছে। ভারতীয় দলের আচরণকে 'অক্রীড়াসুলভ' আখ্যা দিয়ে পিসিবি বলেছে, 'দলীয় ম্যানেজার নাভিদ চীমা ভারতীয় খেলোয়াড়দের আচরণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। ম্যাচ শেষে হাত না মেলানোকে অক্রীড়াসুলভ ও খেলাধুলার চেতনার পরিপন্থী মনে করা হয়েছে। প্রতিবাদস্বরূপ আমরা ম্যাচ–পরবর্তী অনুষ্ঠানে আমাদের অধিনায়ককে পাঠাইনি।'

তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই সিদ্ধান্তের পক্ষে ভিন্ন যুক্তি দিয়েছেন। তাঁর মতে, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো আসলে নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রকাশ। এ বছরের এপ্রিল মাসে জম্মু–কাশ্মীরের পাহালগামে পাকিস্তান–সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়। এরপরই মে মাসে পাকিস্তানের অভ্যন্তরে তথাকথিত 'সন্ত্রাসী ঘাঁটিতে' সামরিক অভিযান চালায় ভারত।

উল্লেখযোগ্যভাবে, পাহালগাম হামলার পর এটাই ছিল ভারত–পাকিস্তানের প্রথম মুখোমুখি লড়াই।