বলিভিয়া ম্যাচের সময় রেফারিদের সঙ্গে কথা বলছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস ও কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স।

পুলিশ, রেফারি ও বলবয়দের বিরুদ্ধে খেলতে হয়েছে, দাবি ব্রাজিল ফুটবল

বলিভিয়ার মাঠে দলের হারে ভীষণ ক্ষুব্ধ ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রধান সামির চাউদ। তবে খেলোয়াড়দের ওপর নয়। তিনি কাঠগড়ায় তুলেছেন বলিভিয়ার পুলিশ, ম্যাচের রেফারি ও বল বয়দের।

বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। শেষ রাউন্ডের এই হারে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির ইতিহাসে বাছাইয়ে এটাই সবচেয়ে বাজে ফল।

আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা দলটি কার্লো আনচেলত্তির কোচিংয়ে এই প্রথম কোনো ম্যাচে হারল। তাদের বিপক্ষে এই জয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে খেলা নিশ্চিত করল বলিভিয়া। তাদের সামনে চতুর্থ ও ১৯৯৪ সালের পর প্রথমবার চূড়ান্ত পর্বে খেলার হাতছানি।

ম্যাচ শেষে স্বাগতিক বলিভিয়ার তীব্র সমালোচনা করেন ব্রাজিল ফুটবল প্রধান চাউদ।

“আমরা এখানে ফুটবল খেলতে এসেছি; কিন্তু আসার পর থেকে দেখছি, এখানে সবকিছুই খেলার স্বাভাবিক পরিবেশের বিরুদ্ধে। এমনকি এই ৪ হাজার মিটার উচ্চতায়ও আমরা রেফারির বিরুদ্ধে খেলেছি, পুলিশ এবং বল বয়দের বিরুদ্ধে খেলেছি…। পুরোপুরি বিশৃঙ্খল এক অবস্থা। বিশ্ব ফুটবল বা লাতিন আমেরিকার ফুটবলের জন্য এমন কিছু আমরা আশা করিনি। আমরা আরও উন্নতি করতে চাই।”

“এই ধরনের মনোভাব, বিশেষ করে যখন এই উচ্চতায় খেলতে হয়, তখন তা আরও কঠিন হয়ে যায়। আশা করি, কনমেবল পদক্ষেপ নেবে। বিশেষ করে, সব কিছু যখন আমাদের রেকর্ড করা আছে। এমনটা হতে পারে না, বাজে ব্যাপারে।”

স্থানীয় পুলিশের আচরণে ক্ষুব্ধ হওয়ার কথা বললেও বিস্তারিত জানাননি চাউদ।

“পুরো দলের বিরুদ্ধে ও কোচিং স্টাফের বিরুদ্ধে পুলিশ ছিল ভয়ানক। এটা আমরা আশা করিনি। আমরা প্রতিটি দলকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আমরা তাদের আলিঙ্গন করি। তাদের জন্য আমরা নিজেদের সবটুকু নিয়ে এগিয়ে যাই। কিন্তু যখন আমরা ব্রাজিলের বাইরে খেলতে যাই বিশেষ করে এখানে আমরা যে অভ্যর্থনা পাই, সেটা মোটেও ভালো নয়। আমি ক্ষুব্ধ।”

বিরতিতে টানেলে যাওয়ার সময় রেফারিদের সঙ্গে কথা বলতে দেখা যায় ব্রাজিল কোচ আনচেলত্তিকে। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের আক্রমণে বিপত্তি তৈরি করতে বল ছুঁড়ে মারছিলেন বল বয়রা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আনচেলত্তি।

“এটা অফিসিয়ালদেরই নিয়ন্ত্রণ করতে হবে। খেলোয়াড় বা কোচরা নয় অথবা প্রেসিডেন্টও করবে না।”