এশিয়া কাপে বাংলাদেশ ৩ বার ফাইনাল খেলেও শিরোপা স্বাদ পায়নি। দুইবার ভারত ও একবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভাঙে টাইগারদের। এবার আরও একবার এশিয়া কাপ খেলছে বাংলাদেশ। আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তামিম-ইমনদের এশিয়া কাপ অভিযান। গতকাল টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের অধিনায়কদের একসংগে সংবাদ সম্মেলন হয়। সেখানেই ট্রফি জিততে না পারার ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। এবারই বড় কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতেই ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। দুইবাইয়ে ১১৭ বলে তার ব্যাট থেকে আসে ১২১ রানের ইনিংস। কিন্তু আগের দুই ফাইনালের মতো সেদিনও বাংলাদেশকে হারতেই হয়েছিল। এরপরের আসরেও বাংলাদেশ ফাইনাল খেলে শিরোপা জিততে ব্যর্থ হয়। ফাইনালে গিয়ে স্বপ্ন ভাঙার এই ইতিহাস বদলাবে কি এবার! এই প্রশ্নে লিটন বলেন, ‘এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পাইন্তিকিন্তু সেটা একটা ইতিহাস। আর ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা চেষ্টা করব দল হিসেবে কীভাবে উন্নতি করা যায়।’ বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে টানা তিন সিরিজ জিতেছে। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসকেও সিরিজ হারিয়েছে লিটনের দল। কিন্তু এরপরও বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্নে বিশ্বাসী লোকের সংখ্যা খুব বেশি নয়। বিশেষ করে প্রতিপক্ষ দলগুলোর সাবেকরা বাংলাদেশকে সম্ভাবনার তালিকা থেকে অনেক দূরেই রাখছেন। লিটন অবশ্য এসব নিয়ে ভাবতে চান না। টানা তিন সিরিজ জয় আর প্রায় এক মাসের ক্যাম্পে নেওয়া প্রস্তুতিই লিটনের কাছে বড় প্রেরণা। লিটনের বলেন, ‘তাড়না বলতে কিছু নেই। আমরা সামপ্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। বেশ কিছুদিন ক্যাম্পও করেছি। আমার মনে হয়, ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য। সব কটিই ভালো দল, খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেব।’ এবারের এশিয়া কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। হংকং ছাড়া টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।