বিরাট কোহলি ও রোহিত শর্মা |সংগৃহীত

বোর্ডের চাপে ওয়ানডে থেকে অবসর নিতে যাচ্ছেন রোহিত-কোহলি

ভারতীয় দুই লিজেন্ড বিরাট কোহলি ও রোহিত শর্মার লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় খেলার জন্যই গতবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও চলতি বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন তারা। কিন্তু তারপরও কি তারা ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন?

রোববার (১০ আগস্ট) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে যে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুই মাস পর কোহলি ও রোহিত ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে সরে যেতে পারেন ভারতের এই দুই তারকা ক্রিকেটার।

দেশটির একটি পত্রিকার সূত্রে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিরাট ও রোহিতকে যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে রাখা হবেই, তেমন কোনো কথা বোর্ড দিতে পারছে না। কারণ, বিশ্বকাপের আগে ভারতের ওয়ানডে সিরিজ খুব বেশি নেই। তাই দুই ক্রিকেটারকে দলে রাখা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

ভারতীয় দলের সাথে যুক্ত একটি সূত্র বলেছে, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তাতে কোহলি ও রোহিত নেই।’

রিপোর্টে বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের জানিয়ে দেয়া হয়েছিল যে, দলে নেয়া হবে না। সে কথা শোনার পরই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারা।

বোর্ড কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে। ডিসেম্বর থেকে শুরু সেই প্রতিযোগিতা। একমাত্র ঘরোয়া এই ৫০ ওভারের প্রতিযোগিতা খেললে তবেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের দলে তাদের ঢোকার সম্ভাবনা থাকবে। কিন্তু যা পরিস্থিতি তাতে রোহিত ও কোহলির বিজয় হজারেতে খেলার সম্ভাবনা খুব কম। ফলে তাদের ওয়ানডে ভবিষ্যৎ সংশয়ের মুখে।

অক্টোবর মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। সেখানে রোহিত, কোহলির খেলার কথা। রিপোর্টে দাবি করা হয়েছে, সেই সিরিজ শেষে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন দুই ক্রিকেটার।

ভারতীয় বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় আর রোহিত ও কোহলির জায়গা হচ্ছে না। শুভমান গিল টেস্টে অধিনায়কত্বের শুরু ভালো করেছেন। ফলে তাকে ওয়ানডে, এমনকি টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হতে পারে। সে ক্ষেত্রে তিন ফরম্যাটে এক অধিনায়কই থাকবেন। সেই লক্ষ্যে এগোচ্ছে বোর্ড। সেই কারণেই রোহিত ও কোহলিকে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। এই পরিস্থিতিতে দুই ক্রিকেটার নিজের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়।