ভারতের বিপক্ষে ‘অমন’ উদযাপনের ব্যাখ্যা দিলেন ফারহান
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ‘একে৪৭’ উদযাপন করে রীতিমত বিতর্কের জন্ম দেন সাহিবজাদা ফারহান। চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে দ্বিতীয়বারের দেখায় ফিফটি হাঁকিয়ে এমন উদযাপন করেন এ পাকিস্তানি ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। সুপার ফোরে নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলসা করেন ফারহান।
ভারতের বিপক্ষে গত রোববার ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন পাকিস্তান ওপেনার ফারহান। ইনিংসের দশম ওভারে ফিফটি ছুঁয়ে ব্যাটের হাতলকে কাঁধে রেখে বন্দুক চালানোর কায়দায় উদযাপন করেন। খেলাধুলার মঞ্চে এমন ধরণের উদযাপন ‘একে৪৭ সেলিব্রেশন’ হিসেবে পরিচিত। এ নিয়ে ভারতের গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয় প্রচুর।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এমন উদযাপনের কারণ হিসেবে ফারহান বলেন, ‘ওটা ওই মুহূর্তেই মাথায় এসেছিল। আমি ফিফটির পর খুব একটা উল্লাস করি না। তবে হঠাৎ মনে হল, এ ম্যাচে করব। তাই উল্লাস করেছি। (উদযাপন) কে কী ভাবে নিয়েছে, আমি জানি না। তাতে আমার কিছু যায় আসে না।’
প্রতিপক্ষ ভারত হওয়াতেই এ ধরণের উচ্ছ্বস প্রকাশ করতে ইচ্ছা করেছিল কি না, সে প্রশ্ন কিছুটা এড়িয়ে গিয়ে এ ডানহাতি ব্যাটার বলেন, ‘আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসি। প্রতিপক্ষের নাম দেখি না। ভারতের জায়গায় অন্য কেউ থাকলেও একইভাবে খেলতাম।’
ভারতের অধীনস্ত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও পাকিস্তানে ভারতের ‘অপারশন সিঁদুর’-এর পর দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক মোটেই ভালো নয়। নানা জলঘোলার পর এশিয়া কাপে অবশেষে একে অপরের বিপক্ষে মাঠে নামছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে দু’দেশের মধ্যকার প্রথম দেখায় আবার করমর্দন বিতর্কে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটবিশ্বে।
এরপর ফারহানের এমন উদযাপন এসব বিতর্ককে ফের উসকে দিয়েছে। সুপার ফোরের একই ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় আরেক পাকিস্তান ক্রিকেটার হারিস রউফ দর্শকদের দেখিয়ে বিমান ক্র্যাশ করার মতো অঙ্গভঙ্গিও করেন। এসব নিয়ে ভারত-পাকিস্তানের মাঠের খেলার চেয়ে এখন মাঠের বাইরের আলোচনাই বেশি হচ্ছে।