হানড্রেডে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন তরুণ পেসার
বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন সনি বেকার। নিজের করা প্রথম ১০ বলেই হজম করতে হয়েছিল চার বাউন্ডারি। তবে এরপরই তার অসাধারণ প্রত্যাবর্তন। দুর্দান্ত বোলিংয়ে করেছেন হ্যাটট্রিক।
দ্যা হান্ড্রেডে নর্দার্ন সুপার জায়ান্টসের বিপক্ষে সবমিলিয়ে ১৭ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলা বেকার। ডানহাতি এই পেসার তিন উইকেটের সবকটিই টানা শিকার করেছেন। তাতে গড়েছেন রেকর্ড।
এই টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সী বেকার। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে নিজের ১৫তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর আবার আক্রমণে ফিরে প্রথম দুই বলেই টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
এই টুর্নামেন্টে ২০২১ সালে ওয়েলশের বিপক্ষে বার্মিংহ্যাম ফিনিক্সের ইমরান তাহির হ্যাটট্রিক করেছিলেন। সেটাই ছিল এই লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের ঘটনা।
এরপর ২০২৩ সালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে সাউদার্ন ব্রেভের হয়ে টাইমাল মিলস এবং ২০২৪ সালে লন্ডন স্পিরিটের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন স্যাম কারান। এই ক্লাবে এবার নাম লেখালেন বেকার।
এইচজেএস