অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে নারী দল
আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে নারী জাতীয় দল।
আগামী ৮, ১১ ও ১৪ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নারীদের চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই টুর্নামেন্টে নারীদের লাল ও সবুজ দল এবং অনূর্ধ্ব-১৫ ছেলেরা অংশ নিয়েছিল। অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে সব ম্যাচই হেরেছিল নারীদের দু’দল।
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় প্রস্তুতির অংশ হিসেবে অনুর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে নারীদের খেলা উচিত বলে মনে করছে বিসিবি ।
অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার পর ১৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে নারী দল। বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় যাবার আগে ঢাকায় চার দিন অনুশীলন করবে তারা।
বিশ্বকাপের মূল পর্বের আগে ২৫ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর কলম্বোতে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগ্রেসরা।
৩০ সেপ্টেম্বর থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যা শেষ হবে ২ নভেম্বর।