নেপালে রক্তক্ষয়ী আন্দোলন, বাংলাদেশের ম্যাচ বাতিল

নেপালে রক্তক্ষয়ী আন্দোলন, বাংলাদেশের ম্যাচ বাতিল

বেশকিছু দিন ধরেই নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলো দেশটির তরুণরা। সম্প্রতি নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের আদেশে নিষিদ্ধ হওয়ায় ফুঁসে উঠে তারা। তারই ধারাবাহিকতায় গতকাল কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু করে দেশটির জেন জি প্রজন্ম। যে কারণে বাংলাদেশ ফুটবল দলের নির্ধারিত অনুশীলন বাতিল করে ‘অল নেপাল ফুটবল ফেডারেশন’ (আনফা)। বাতিল করা হয় নেপাল ফুটবল দলের অনুশীলন। সন্ধ্যায় সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সভা করে ম্যাচই বাতিল করে অল নেপাল ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল বেলা তিনটায়। টিম মিটিং সেরে দুপুর সোয়া দুইটায় সকল ফুটবলার প্রস্তুতি নিয়ে নেমে এসেছিলেন হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের লবিতে। প্রস্তুত ছিল তাদের বহনকারী বাস। তবে বাসে ওঠার আগ মুহূর্তে নেপাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়। পরে সন্ধ্যায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্র সুরেশ শাহ অনুশীলন বাতিলের খবর নিশ্চিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনফা জানায়, সার্বিক বিষয় বিবেচনা করে এবং দু’দলের ফুটবলারদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে আগামীকাল দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।