সাকিবের দ্বিতীয় শিকার জিশান

সাকিবের দ্বিতীয় শিকার জিশান

তানজিম হাসান সাকিবের করা বলে উড়িয়ে মারেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙল ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।

বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তিনি। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেন এই পেসার। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং।

দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে।

নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার।

আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান

হংকং: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।