ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছক্কার রাজা এখন লিটন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।

হংকংয়ের বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে লিটনের ছক্কা ছিল ৭৭টি। ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদেরও ওভার বাউন্ডারি তথা ছক্কা ৭৭টি।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন লিটন। এতে মাহমুদউল্লাহকে টপকে শীর্ষে ওঠে যান তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১১ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন। ১৪১ ম্যাচে ৭৭ ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। ৮৭ ম্যাচে ৫৫টি ছক্কা হাঁকিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সৌম্য সরকার।

এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব ১২৯ ম্যাচে ৫৩টি এবং তামিম ৭৮ ম্যাচে ৪৫টি ছক্কার মালিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক ভারতের রোহিত শর্মা। ১৫৯ ম্যাচে ২০৫টি ছক্কা মেরেছেন তিনি।

বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। চলতি বছর এখন পর্যন্ত এ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটকিপার ব্যাটার।