ভারতের টেস্ট গ্রীষ্মের নায়করা হয়তো দেশটির এশিয়া কাপের দলে জায়গা পাচ্ছেন না। শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ—দুজনই ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন টেস্ট সিরিজে। তবু মুম্বাইয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচকদের আসন্ন বৈঠকে স্কোয়াড থেকে তাদের নাম কেটে দেওয়ার সম্ভাবনাই বেশি।
ইংল্যান্ডের মাটিতে শেষ হওয়া পাঁচ ম্যাচে গিলের ব্যাট থেকে এসেছে ৭৫০’র বেশি রান। এর পাশাপাশি আইপিএলেও ওপেনার হিসেবে করেছেন ৬৫০ রান। তবে সমস্যা হলো, এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে, আর বর্তমান ওপেনিং জুটি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে ভাঙতে চাইছেন না নির্বাচকরা।
একজন অতিরিক্ত ওপেনার রাখার সুযোগ থাকলেও সেখানে যশস্বী জয়সওয়ালের এগিয়ে থাকার কথা শোনা যাচ্ছে। ফলে গিলকে হয়তো অপেক্ষায় থাকতে হবে। ভারতীয় সাবেক টেস্ট অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর জোরালো দাবি তুললে তবেই হয়তো পরিস্থিতি বদলাতে পারে।
আর অন্যদিকে ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোহাম্মদ সিরাজ। তার লড়াকু বোলিং সারা দেশে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এশিয়া কাপে বুমরাহ নেতৃত্ব দেবেন পেস আক্রমণ। সঙ্গে থাকবেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ বা হরষিত রানা। আর অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। ফলে সিরাজের জায়গা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অভিজ্ঞ মোহাম্মদ শামিকেও রাখা হচ্ছে না পরিকল্পনায়।
ব্যাটিং বিভাগে ভারতের হয়ে থাকছেন তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, যা প্রায় নিশ্চিত। একটি স্লট নিয়ে লড়াই চলছে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়াস আইয়ারের মধ্যে। উইকেটকিপার হিসেবে দ্বিতীয় বিকল্প হতে যাচ্ছেন জিতেশ শর্মা।
স্পিন আক্রমণে থাকবেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই ও সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরও সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছেন।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক থাকতে পারে। গিল-সিরাজের মতো সাম্প্রতিক নায়কদের বাদ পড়া নিঃসন্দেহে হবে আলোচনার কেন্দ্রবিন্দু।