থমাস মুলার শনিবার পা দেন ৩৬ বছরে । আর নিজের জন্মদিনে বল পায়ে জ্বলে উঠলেন তিনি। এদিন তার হ্যাটট্রিকের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ভ্যানকুভার হোয়াইটক্যাপস। এলএমএসে মুলারের গোলসংখ্যা ৪। আমেরিকান মেজর লীগ সকারে এদিন আফ্রি মারিও সাব্রি জোড়া গোল করেন। রায়ান ইলুমি, মাথিয়াস লাবোরদা করেন একটি করে গোল। এদিন জার্মান ফুটবলার মুলারের জন্মদিন উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন তার মা, বাবা। পরে মুলার বলেন, ‘আমি প্রথমেই আমার বাবা-মাকে বলেছিলাম আজ আমার জন্মদিন নয়, আজ শুধু আমার ম্যাচ ডে। তবে আমি জানি যদি কারো জন্মদিন থাকে, সবাই তাকে শুভেচ্ছা জানায় এবং আমার ক্ষেত্রেও তা হয়েছে। তবে আজকের ম্যাচে একটা দুর্দান্ত দলগত প্রচেষ্টা ছিল। ফিলাডেলফিয়া অনেক ভালো দল। তাদের বিপক্ষে জয় পাওয়া সত্যিই ভালো লাগার বিষয়’।
মুলার বলেন, ‘আমাদের নিজেদের ওপর আস্থা রাখার জন্য কিছুটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আমার মনে হয় আমরা একটি দল হিসেবে খুব শক্তিশালী। তবে আমাদের অনেক দীর্ঘ পথ যেতে হবে, আমার মনে হয় আমরা ইতিমধ্যেই এটি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি’।
এদিনের ম্যাচের ১৮তম মিনিটে গোল করেন উরুগুয়ের তরুণ ফুটবলার মাথিয়াস লাবোরদা। সেবাস্টিয়ান বারহাল্টারের কর্নার থেকে হেড করে গোলরক্ষক অ্যান্ড্রু রিককে পরাস্ত করেন তিনি। ছয় মিনিট পর আলি আহমেদের নিখুঁত পাস থেকে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাব্রি। এরপর মঞ্চে আসেন মুলার। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও স্পটকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ৪-০তে। বিরতির পরও দমে যায়নি ভ্যানকুভার। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে ৫-০ করেন সাব্রি। ৮০তম মিনিটে রায়ানের গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় হোয়াইটক্যাপসরা। ৮৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুলার। আগামী ২০ই সেপ্টেম্বর চিলড্রেন্স মার্সি স্টেডিয়ামে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপরীতে মাঠে নামবে মুলারের দল।