নিজে অধিনায়ক হলেও বাবরকেই এখনও ‘ক্যাপ্টেন’ মানেন রিজওয়ান
পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বাবর আজম এখন আর কোনো ফরম্যাটেই অধিনায়ক নন। তবুও সতীর্থদের চোখে তিনিই এখনও ‘ক্যাপ্টেন’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওতে। পাকিস্তানের বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মাঠে বাবরকে নাম ধরে না ডেকে ডাকলেন ‘ক্যাপ্টেন’।
ঘটনাটি ঘটেছিল ইনিংসের অষ্টম ওভারে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি ওই অঞ্চলে শট খেললে রিজওয়ান চিৎকার করে বললেন ‘ক্যাপ্টেন, সেভ করো’। বাবরও তৎক্ষণাৎ দ্রুত গিয়ে বল থামালেন।
রিজওয়ান পরে বলেন, ‘বাবর ভাই আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা। নেতৃত্বে থাকুক বা না থাকুক, আমাদের চোখে তিনি সবসময় ক্যাপ্টেন।’
বাবর ২০২০ সালে পাকিস্তানের সব ফরম্যাটে অধিনায়ক হন এবং তিন বছর দায়িত্ব পালন করেন। ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করেন। পরে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার অধিনায়কত্বে ফিরলেও দল গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়। এরপর তিনি স্থায়ীভাবে নেতৃত্ব ছাড়েন।
দুজনই প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। বাবর ৬৪ বলে ৪৭ রান এবং রিজওয়ান ৬৯ বলে ৫৩ রান করেন। তাদের দুজনের এই ইনিংস মিলে পাকিস্তানকে জয়ের পথে বড় সাহায্য করে। পাকিস্তান শেষমেশ ৫ উইকেটের জয় পায়।