অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপেও সুযোগ পেলো বাংলাদেশ

অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপেও সুযোগ পেলো বাংলাদেশ

ড্র করলেই গ্রুপ সেরা হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। কিন্তু সেই আশা জাগিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কাছে ম্যাচটা ৬-১ গোলে হেরে যায় পিটার বাটলারের দল। তিন ম্যাচে তিন জয় নিয়ে দক্ষিণ কোরিয়া উঠে গেছে চূড়ান্ত পর্বে।

দক্ষিণ কোরিয়ার কাছে বড় হারে অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দাঁড়ায়, ‘ই’ গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে চাইনীজ তাইপে। এতেই আট রানার্সআপের ছয়টি থাকে বাংলাদেশের নিচে। যার ফলে সেরা তিন রানার্সআপের একটি হিসেবে বাংলাদেশেরও টিকেট নিশ্চিত হয় চূড়ান্ত পর্বের। গ্রুপ রানার্সআপ হিসেবে আফঈদা-স্বপ্নাদের সঙ্গী হয়েছে জর্ডান ও তাইনীজ তাইপে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন তিন রানার্সআপ ও স্বাগতিক থাইল্যান্ড এই ১২ দল নিয়ে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে চুড়ান্ত পর্ব।

এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিটও। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ১২ দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও উত্তর কোরিয়া।