ওসি নুর আলম। ছবি : সংগৃহীত

চুনারুঘাট থানার ওসি ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমকে ক্লোজড করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

পুলিশ জানায়, চুনারুঘাট থানার ওসি নুর আলম তার বাসা থেকে ৪ লাখ টাকা চুরির সন্দেহে তারই গাড়িচালকের বাসায় প্রবেশ করে ভাঙচুর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় আজ তাকে ক্লোজড করা হয়।

পুলিশ সুপার সাজেদুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে তাকে ক্লোজড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।