তাহিরপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল বর্জন একাংশের
আওয়ামী দোসদের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটিতে রাখার অভিযোগ এনে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির মঙ্গলবারের কাউন্সিল বর্জন করেছে।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির মঙ্গলবার দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার পূর্বনির্ধারিত দিনক্ষণ ছিল। সোমবার রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাউন্সিলে সেক্রেটারি পদপ্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক লাইভে কাউন্সিল বর্জনের ঘোষণা দেন। কামালের অভিযোগ শুরু থেকে উপজেলা, উপজেলার ৭ ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলোতে আওয়ামী দোসরদের একটি বড় অংশকে কমিটিতে রাখা হয়েছে টাকার জন্য।
সোমবার রাতে বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী জানিয়েছেন কামাল হোসেন কাউন্সিল বর্জন করায় কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার পূর্বনির্ধারিত কাউন্সিল সম্পন্ন হবে। তিনি আরও বলেন, কামাল ছাড়াও সেক্রেটারি পদে আরও দুজন প্রার্থী রয়েছেন। এদের একজন সামাদ মুন্সী অপরজন নুরজামাল। এছাড়া অন্যান্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।