শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্রদের মধ্যে ন্যয্যমূল্যে বিক্রির জন্য সরকারি চাল কালোবাজারে বিক্রির খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয়রা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারের ব্যবসায়ী রাজদর মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৩৫ বস্তা চাল দেখতে পান। এর ভিডিও ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়। রাজদর মিয়া প্রথমে আটগাঁও ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার হাফিজুর মিয়ার কাছ থেকে এ চাল কিনেছেন বলে জানান।

এর সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিলার হাফিজুর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মিথ্যা কথা, আমি যথাযথভাবে চাল উপকারভোগীদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করেছি। আমার প্রতিপক্ষ একটি গ্রুপ আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করছে। তবে উপকারভোগীরা ব্যবসায়ী রাজদর মিয়ার কাছে এ চাল বিক্রি করে থাকতে পারে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিম্নমানের মোটা চাল। তাই অনেকেই খাইতে না পেরে বিক্রি করে দিচ্ছে।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস বলেন, এ বিষয়ে আমি খবর পেয়ে তাৎক্ষণিক খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি।