সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে এবার গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল) এবং গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) অংশীদারত্বে এগিয়ে এসেছে।
বৃহস্পতিবার এক চুক্তির মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, জিডিএল স্মার্টফোনে এখন থেকে ‘সুখী’ অ্যাপ প্রি-লোডেড থাকবে। ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন চালু করলেই সরাসরি অ্যাপটির সেবা নিতে পারবেন-ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হবে না।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, জিএইচএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, জিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএইচএল জানায়, ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এছাড়া রয়েছে হোম-ল্যাব টেস্ট, ওষুধ হোম ডেলিভারি, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য এবং অন্যান্য ডিজিটাল হেলথ সার্ভিসের সুবিধা।
এই অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজেই প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।