ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন বন্ধ করার উপায়

ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন বন্ধ করার উপায়

ফেসবুকের সবচেয়ে ঝামেলার ফিচারগুলোর একটি হলো “People You May Know” । হঠাৎ করে অচেনা লোকদের প্রোফাইল ভেসে ওঠা অনেকের কাছেই বিরক্তিকর।

তবে সুখবর হলো—এটি সেটিংস থেকে বন্ধ করা যায় । যদিও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবুও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তি অনেকটাই কমে যায়।

ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব পরামর্শ দেখায়—

পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তিকর অ্যালার্ট থেকে মুক্তি মিলবে।