ফেসবুক খুললেই এই ধরনের ছবি এখন সামনে আসছে। অনেকেই নিজের এমন থ্রিডি ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তবে প্রথম দেখায় আপনার একে কোনো ছবি মনে হবে না। মনে হতে পারে কোনো মিনিয়েচার। ব্যাকগ্রাউন্ড এমন যে দেখে তাই মনে হওয়া স্বাভাবিক।
আসলে এটি এআইয়ের আরেক রেসিপি। এটি হচ্ছে ‘নানো বানানা’ থ্রিডি ফিগারিন ক্রেজ (থ্রিডি মডেল)। গুগলের জিমিনি ২.৫ ফ্লাস ইমেজ টুল, যেটিকে মজার ছলে ‘নানো বানানা’ বলা হচ্ছে, মুহূর্তে সাধারণ ছবিকে রূপান্তরিত করছে একেবারে বাস্তবের মতো থ্রিডি মডেলে। মুখের অভিব্যক্তি থেকে পোশাক, এমনকি ব্যাকগ্রাউন্ড-সব কিছুই ধরা পড়ছে অত্যন্ত সূক্ষ্ম ও খুঁতভাবে।
ভাবুন তো, আপনার ছবিটা হঠাৎ করেই যদি রূপ নেয় একেবারে আসল খেলনা পুতুলে! এটাই হচ্ছে এখনকার নতুন ভাইরাল ট্রেন্ড থ্রিডি মডেল বা ডিজিটাল ফিগারিন।
>> ভিজিট করুন গুগল এআই স্টুডিও: গুগল এআই স্টুডিও লিঙ্ক
>> হোমপেজে গিয়ে ক্লিক করুন ‘ট্রাই ন্যানো বানানা’ অপশনে।
>> চাইলে শুধু একটি প্রম্পট লিখেই থ্রিডি স্টাইল ফিগার তৈরি করতে পারবেন।
>> আরও কাস্টমাইজড ফিগার বানাতে চাইলে ‘+’ বোতাম চাপুন এবং নিজের ছবি বা টেক্সট আপলোড করুন।
>> কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে একেবারে অ্যাকশন ফিগারের মতো থ্রিডি মডেল, যেটি আপনি ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।
আরও পড়ুন
এবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে জিমিনি
সূত্র: এনডিটিভি