টিস্যু দিয়ে ল্যাপটপের স্ক্রিন মুছে ভুল করছেন না তো?
কমবেশি সবাই ডেস্কটপের চেয়ে ল্যাপটপ বেশি ব্যবহার করেন। অফিস-বাড়িতে কিংবা যে কোনো জায়গায় সহজে বহন করা যায় ফলে ল্যাপটপের চাহিদাও বেশি। তবে সারাক্ষণ বাইরে নিয়ে ঘোরার ফলে ল্যাপটপ দ্রুত নোংরা হয়ে যায়। বিশেষ করে স্ক্রিনে ধুলা, দাগ পড়ে।
অনেক সময় যে কোনো কাপড় বা টিস্যু দিয়ে ল্যাপটপের স্ক্রিন মুছে নেন। এই কাজটি কিন্তু ভুল করছেন। এভাবে ল্যাপটপের স্ক্রিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। সঠিকভাবে পরিষ্কার করা না হয়, তাহলে স্ক্রিনে স্ক্র্যাচের দাগ তৈরি হয়, এমনকি ডিসপ্লে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ক্ষতি এড়িয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করা উচিত।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করবেন-
>> ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপটিকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এরপর পাওয়ার কেবিলটি রিমুভ করতে হবে। এটা তো নিরাপত্তা প্রদান করেই। সেই সঙ্গে এর ফলে স্ক্রিনে জমে থাকা ধুলোবালি এবং দাগ স্পষ্ট ভাবে দেখা যায়।
>> ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কখনোই টিস্যু পেপার, মোটা কাপড় অথবা পেপার টাওয়েল ব্যবহার করা উচিত নয়। এতে স্ক্রিনের উপর স্ক্র্যাচ হয়ে যেতে পারে। এগুলোর পরিবর্তে বরং একটি পরিষ্কার এবং শুকনো মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন।
>> ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য জোরে চাপ দিয়ে তা মোছা চলবে না। আলতো ভাবে পরিষ্কার করতে হবে। আর মোছার সময় সার্কুলার মোশনে তা মুছতে হবে। এতে দাগ তো দূর হবেই, সেই সঙ্গে সহজে দূর হবে ধুলা-ময়লাও।
>> স্ক্রিনের উপর কঠিন দাগ দূর করতে স্ক্রিন ক্লিনিং সলিউশন ব্যবহার করতে পারেন। তবে সরাসরিভাবে এই সলিউশন বা মিশ্রণ স্ক্রিনে স্প্রে করবেন না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে তা অল্প করে স্প্রে করে নিন। এরপর আলতো করে মুছে নিতে হবে ল্যাপটপের স্ক্রিনটি।
>> সপ্তাহে অন্তত একবার স্ক্রিন পরিষ্কার করা আবশ্যক। এতে ধুলা ময়লা ল্যাপটপের স্ক্রিনে জমতে পারবে না। আর ল্যাপটপের স্ক্রিনটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকবে একেবারে নতুনের মতোই।
আরও পড়ুন