ছবি: এআই জেনারেটেড

ফোনের চার্জিং সমস্যা: সঠিক পাওয়ার ব্যাংক কিনতে জেনে নিন ৭ জরুরি বিষয়

দৈনন্দিন যোগাযোগ ও কাজের জন্য স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইস এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি তখন, যখন গুরুত্বপূর্ণ কাজের মুহূর্তে ফোনের চার্জ শেষ হয়ে যায়। ঠিক তখনই একটি ভালো মানের পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংকের অপরিহার্যতা বুঝতে পারি।

বাজারে নানা মান ও দামের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। কিন্তু কোনটি ভালো? কিংবা আপনার জন্য কোনটি ভালো? না জেনে অনেকেই কিনে ফেলেন ভুল পণ্য এবং পরে বিপদে পড়েন।

চলুন দেখে নেই ভালো মানের পাওয়ার ব্যাংক চেনার সাতটি সহজ উপায়।

পাওয়ার ব্যাংকের গায়ে লেখা থাকে—৫০০০, ১০০০০ বা ২০০০০ এমএএইচ (mAh)। এই এমএএইচ অর্থ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এই সংখ্যা থেকে ধারণা করা যায় যে ডিভাইসটিতে কতটা চার্জ সংরক্ষণ করা যায়।

যেমন: আপনার ফোনের ব্যাটারি যদি হয় ৪৫০০ এমএএইচ এবং আপনার পাওয়ার ব্যাংক হয় ১০ হাজার এমএএইচ, তাহলে সেটি দিয়ে আপনি সহজে দুইবার ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে পারবেন।

ভ্রমণপ্রেমী, গেমার বা দীর্ঘসময় ফোন ব্যবহারকারী হলে ১৫ বা ২০ হাজার এমএএইচ ক্ষমতার পাওয়ার ব্যাংক বেছে নিন।

দৈনন্দিন অফিস বা সাধারণ ব্যবহারের জন্য ৫ হাজার থেকে ১০ হাজারই যথেষ্ট।

চার্জিং স্পিড নির্ধারিত হয় আউটপুট অ্যাম্পিয়ারে (A)। ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন পাওয়ার ব্যাংক সাধারণত ৩.০ A আউটপুট দিতে পারে, যা দ্রুত চার্জ করে। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত চার্জিং স্পিড ফোনের ব্যাটারির আয়ু কিছুটা কমাতে পারে। তাই ব্যালেন্স করে এমন পাওয়ার ব্যাংক বেছে নেওয়াই ভালো।

ভ্রমণে, অফিসে বা বাইরে যাওয়ার সময় অনেকেই চান পকেট বা ব্যাগে সহজে রাখা যায়, এমন হালকা ও সহজে বহনযোগ্য পাওয়ার ব্যাংক।

বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংক মানেই বেশি ওজন। এটা ভ্রমণের সময় একটু বিবেচনায় রাখতে হয়।

নতুন ডিভাইসগুলো সাধারণত ইউএসবি-সি পোর্ট সমর্থন করে, আর পুরোনো ডিভাইসগুলোর জন্য প্রয়োজন পড়ে ইউএসবি-এ পোর্ট।

তাই পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই দেখুন আপনার ফোন বা ডিভাইসের চার্জিং পোর্টের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ কি না।

যদি একাধিক ডিভাইস—যেমন: মোবাইল, স্মার্টওয়াচ—একসঙ্গে চার্জ করতে চান, তাহলে দুটি বা ততোধিক ইউএসবি পোর্টবিশিষ্ট মডেল বেছে নিন।

কিছু পাওয়ার ব্যাংকে ইন-বিল্ট বা সংযুক্ত কেবল থাকে, যেটি ব্যবহারকারীকে আলাদা কেবল বহনের ঝামেলা থেকে মুক্ত রাখে। তবে সতর্ক থাকতে হবে যে, যদি সেই কেবলটি নষ্ট হয় এবং আলাদা ইউএসবি পোর্ট না থাকে, তাহলে পুরো পাওয়ার ব্যাংকটিই অচল হয়ে যাবে। তাই এমন মডেল বেছে নিন, যেটিতে কেবল যুক্ত করে ব্যবহার করার সুবিধা রয়েছে।

একটি ভালো মানের পাওয়ার ব্যাংকে থাকতে হবে:

সস্তা ও অজ্ঞাত ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ব্যবহার করলে বিস্ফোরণের ঝুঁকি বা ডিভাইসের ক্ষতির আশঙ্কা থাকে। তাই আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড নির্বাচন করাই নিরাপদ।

সস্তা পণ্যের লোভে পড়ে কমদামী, নকল বা মাস্টার কপি কিনে অনেকেই প্রতারিত হন। তাই বাজারের পরিচিত, নির্ভরযোগ্য ব্র্যান্ড বেছে নেওয়া উচিত।

অফিসিয়াল ডিলার কিংবা অনলাইন স্টোর থেকে অরিজিনাল পণ্য কিনতে হবে নিশ্চিতভাবে।

একটি ভালো পাওয়ার ব্যাংক আপনার ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করবে, আপনাকে রাখবে টেনশনমুক্ত। শুধু বেশি চার্জ নয়—ক্ষমতা, গতি, নিরাপত্তা, সামঞ্জস্যতা ও পোর্টেবিলিটি—সবকিছু বিবেচনায় বেছে নিতে হবে সেরা পাওয়ার ব্যাংকটি।