শ্রীলেখা মিত্র।

ফেরদৌসের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে একটা সময় অভিনেত্রী ঋতুপর্ণার সম্পর্কের কথা শোনা গেছে। আবার কখানো শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে কোনো প্রেম নয়, শুধু বন্ধুত্বের কথা। কিন্তু এর মাঝেই শোনা গেল নতুন খবর— কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে নাকি অভিনেতা ফেরদৌসের প্রেমের সম্পর্ক।

যদিও বিনোদন জগতের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেম নতুন কোনো ঘটনা নয়। এ রকম গুঞ্জন প্রতিদিনই কারও না কারও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়; অন্দরে কান পাতলেই তা শোনা যায়। এমনই এক গুঞ্জন নেটিজেনদের মাঝে বেশ আলোচনা শুরু হয়েছে বাংলার নায়ককে নিয়ে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌসকে নিয়ে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিনেমার নাম ‘সিংহ পুরুষ’। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। সেই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

শান্ত ও নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চ্যাটার্জি। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি সিনেমা করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন।

শ্রীলেখা মিত্র বলেন, ফেরদৌসের কথা বাসু দাকে বলি। আমার সূত্রেই ও টালিউডে পা রাখে। তার মানেই কি প্রেম। কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক— প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।