সৌদামিনীর প্রেমে দেব, প্রকাশ্যে এলো ইধিকার গানের টিজার

সৌদামিনীর প্রেমে দেব, প্রকাশ্যে এলো ইধিকার গানের টিজার

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ‘ধূমকেতু’ সিনেমার সাফল্যের পর এবার ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’ প্রচার নিয়ে। ইতোমধ্যে সিনেমার টিজার মুক্তি পেয়েছে। যেখানে কলাকুশলীদের প্রথম ঝলক দেখতে পেয়েছেন দর্শকরা। এবার সিনেমার রোমান্টিক গানের টিজার এলো সামনে।

ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় ‘রঘু ডাকাত’ সিনেমার রোমান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’ গানের টিজার প্রকাশ্যে আসার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একেবারে রূপকথার দেশের মতো সাজানো হয়েছে প্রেক্ষাপট। একদিকে ‘রঘু ডাকাত’ ওরফে দেব, অন্যদিকে ‘সৌদামিনী’ ওরফে ইধিকা পাল। যদিও এর আগে দেব ও ইধিকার কেমিস্ট্রি দর্শকরা দেখেছেন খাদান সিনেমায়। তবে এখানে যেন সেই প্রেম আরও কিছুটা মাখো মাখো হয়ে উঠল।

কয়েক সেকেন্ডের টিজারের ঝলকে ইধিকা পালকে দেখে মনে হয় যেন কোনো রাজকন্যা। নীলায়ন চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনায় এ গানটি গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। যদিও আপাতত এই কয়েক সেকেন্ডের টিজার দেখেই সন্তুষ্ট থাকতে হবে দর্শকদের।

কারণ পুরো গানটি মুক্তি পাবে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর)। তবে শুধু এই গানটি নয়, কিছু দিন আগে ‘রঘু ডাকাত’ সিনেমার ‘জয় কালী’ গানটি মুক্তি পেয়েছে। গানে দেব ছাড়াও ধরা দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। জয় কালী গানটি গেয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথীজিৎ ভট্টাচার্য।

তবে শুধু গান নয়, সিনেমার টিজার দেখেও মুগ্ধ হয়েছেন দর্শকরা। সিনেমায় ওমকে দেখা যাবে ‘দুর্লভ রায়’ চরিত্রে। অন্যদিকে রুপা গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন ‘ডাকাত মা’ চরিত্রে। সোহিনী সরকার ‘গুঞ্জা’ চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন ‘সৌদামিনী’ চরিত্রে। সব থেকে বড় কথা— অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক ‘অহিন্দ্র বর্মন’ চরিত্রে। তার লুক চমকে দিয়েছে সবাইকে।