অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই
অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায় ছোটপর্দায় আবার ফিরছেন। এ জুটি নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে শেষবার তাদের একসঙ্গে দেখেছিলেন টেলিদর্শকরা। এরপর দুজনেই মন দেন বড়পর্দায়। গত ছয় বছরে ঐন্দ্রিলা যেমন মন দিয়েছেন ওয়েব সিরিজ ও বড়পর্দার কাজে, ঠিক তেমনই বিক্রমকেও দর্শক দেখেছেন একের পর এক সিনেমায়।
প্রথম সিনেমায় অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু বাস্তবের জুটিকে পর্দায় দেখতে দর্শক যত না আগ্রহী, তারচেয়েও বেশি আগ্রহী বিক্রম ও ঐন্দ্রিলাকে নিয়ে। বলা যেতে পারে, পর্দায় এ জুটি অনেক বেশি সফল। খারাপ লাগে অঙ্কুশের?—এমন প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাসি অভিনেতার।
এ বিষয়ে অঙ্কুশ বলেন, না না, খারাপ লাগবে কেন? আমি ওদের জীবনে আসার অনেক আগে থেকে বিক্রম-ঐন্দ্রিলা জুটি সফল। আর ছোটপর্দার গ্রহণযোগ্যতা দর্শকের কাছে একেবারে অন্যরকম। ওদের জুটি প্রথম দিন থেকে সেই ভালোবাসা পেয়ে এসেছে। সুতরাং সেটি টপকে আরও একটি জুটিকে প্রতিষ্ঠা করা খুবই কঠিন ব্যাপার। তিনি বলেন, কোনো আক্ষেপ নেই তার। পর্দায় বিক্রম-ঐন্দ্রিলা যেন আরও বেশি করে কাজ করেন। নিজেদের মধ্যে সেই আলোচনাও হয় তাদের।
এ অভিনেতা বলেন, আমরা তিনজন তো খুব ভালো বন্ধু। তাই সবসময় বলি— যদি কাজের সুযোগ আসে বিক্রম ও ঐন্দ্রিলার, তা গ্রহণ করা উচিত। নিজেদের জনপ্রিয়তা কাজে ব্যবহার করা দরকার। যদিও দুজনে এখন ধারাবাহিক থেকে দূরে। নতুন রিয়্যালিটি শো সঞ্চালনা করতে দেখা যাবে।
আগে সঞ্চালক হিসাবে অঙ্কুশ-বিক্রম জুটিকে দর্শকরা ভালোবাসা দিয়েছেন। এবার এই পুরোনো জুটিকে নতুন মোড়কে দর্শকদের কেমন লাগে, সেটাই দেখার অপেক্ষা।