জনপ্রিয় টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

নব্বইয়ের দশকের জনপ্রিয় টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। দীর্ঘ অসুস্থতার পর ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের তথ্য অনুযায়ী, আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও সিওপিডিতে ভুগছিলেন। গত ১৫ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেন।

একবার কিছুটা উন্নতি হলেও ১৭ আগস্ট থেকে ফের সংকটজনক হয়ে পড়েন। শেষ পর্যন্ত আজ সকালে হার্ট অ্যাটাক হয় এবং তা থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বরেণ্য অভিনেতা।

জয় বন্দ্যোপাধ্যায় টালিউডে পা রাখেন দেবশ্রী রায়ের বিপরীতে। নব্বইয়ের দশকে তার অভিনীত ‘অভাগিনী’ ও ‘হীরক জয়ন্তী’ সিনেমা দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছিল ব্যাপকভাবে। কেবল অভিনয় নয়, পরবর্তীতে তিনি যুক্ত হন রাজনীতিতেও। ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক অঙ্গনেও নিজের জায়গা তৈরি করেছিলেন।

তার মৃত্যুতে টালিউড ও রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ কর্মজীবনে বহু দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতার হঠাৎ বিদায়ে সবাই শোকাহত।