অভিনেত্রী রুক্মিণী মৈত্র আবারও অসুস্থ হয়ে পড়েছেন। সমাজমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন, বর্তমানে ‘ভাইরাল’ জ্বরে ভুগছেন তিনি। ইদানীং আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, রুক্মিণীও তার ব্যতিক্রম নন। বর্তমানে তার শরীরে জ্বর ১০২ ডিগ্রি।
চোখে-মুখে ক্লান্তির ছাপ নিয়ে বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। কখনো পায়ে চোট, কখনো আবার কাজের ব্যস্ততায় অনিয়মের কারণে অসুস্থ হয়েছেন। কয়েক মাস আগেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, রুক্মিণী এখন বেশিরভাগ সময়ই মুম্বাইতে কাটাচ্ছেন। সেখানে তিনি অভিনয়-সংক্রান্ত ওয়ার্কশপে অংশ নিচ্ছেন। পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনের কাজেও নিয়মিত ব্যস্ত থাকেন মায়ানগরীতে। সেখানেই জ্বরে কাবু হয়েছেন তিনি।
রুক্মিণী শেষবার কাজ করেছিলেন ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে। বহুদিন হলো সে ছবির কাজ শেষ হলেও এরপর আর নতুন কোনো ছবির ঘোষণা দেননি নায়িকা।
অভিনেত্রীকে ঘিরে এর আগে আলোচনার ঝড় উঠেছিল দেব-শুভশ্রী অভিনীত পুরোনো ছবি ‘ধূমকেতু’র মুক্তিকে কেন্দ্র করে। দেব ও শুভশ্রীর পুরোনো জুটি ফের আলোচনায় আসায় একাংশের দাবি ছিল, এতে নাকি বিরক্ত হয়েছিলেন দেবের ঘনিষ্ঠ রুক্মিণী। যদিও এসব গুঞ্জনকে তিনি গুরুত্ব দেননি।
‘ধূমকেতু’র প্রচারের সময় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর উদ্দেশে দর্শকের কিছু সমালোচনা হলে পরিস্থিতি সামাল দিতে প্রকাশ্যে ক্ষমা চান ছবির প্রযোজক দেব। তবে সম্প্রতি এক গহনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে রুক্মিণী স্পষ্ট জানিয়ে দেন— দেবের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরে যা-ই আলোচনা হোক না কেন, দেবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি।