নুসরাত জাহান । ছবি : সংগৃহীত

আইটেম গানে নুসরাতের বাজিমাত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নিজের মৌহময় সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন বহু ভক্তের হৃদয়। তবে এবার আসন্ন এক সিনেমার আইটেম গানে তিনি ধরা দিলেন একেবারেই ভিন্ন রূপে।

গত ২২ আগস্ট মুক্তি পায় রক্তবীজ-২ সিনেমার আইটেম গান, ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

জানা যায়, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ-২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় রক্তবীজ সিনেমার টিজার। সিনেমার প্রেক্ষাপট ভারত-বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শিব প্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পরিচালনায় নির্মিত এ সিনেমাতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাসসহ আরও অনেকে।