টালিউডের প্রেমিক জুটি দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র সবসময়ই সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন। আবার এ তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেন না। পার্টি হোক কিংবা অনুষ্ঠান — সবখানে একসঙ্গে দেখা যায় তাদের।
সম্প্রতি মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর 'ধূমকেতু' বক্স অফিসে ভালোই ছাপ ফেলেছে। এর মাঝেই অভিনেতা 'রঘু ডাকাত' সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে রুক্মিণী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বি-টাউনের নিজের জমি শক্ত করার কাজে।