রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি বিরাজ করছে। মৌসুমি বায়ুর অধিক সক্রিয়তার কারণে বৃষ্টি সারা দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।
তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজ সারা দিনেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। শুক্রবার রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।