আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিনটি বিভাগে রোববার ভারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
সতর্কবার্তায় তিনি জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।