বৃষ্টি

এখন বৃষ্টি কেন হচ্ছে, কদিন চলবে

দেশের বিভিন্ন স্থানে আজ রোববার বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজ সকাল ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আরেকটি লঘুচাপ আগামীকাল সোমবার সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এসব কারণে বৃষ্টি হচ্ছে। কাল-পরশু বৃষ্টি কমবে। পরে আবার বাড়বে। তবে এ মাসের বাকি দিনগুলোতে কমবেশি বৃষ্টি চলতে পারে।