৮৪ বছর বয়সেও এই অভিনেত্রীর ভেতর যে প্রাণোচ্ছ্বাস, আত্মবিশ্বাস, স্বতঃস্ফূর্ততা, তা অনেক তরুণকেও হার মানাবেছবি: কবির হোসেন

দিলারা জামান যেভাবে ফিট আছেন

অভিনেত্রী দিলারা জামান ভোরে ওঠেন, নামাজ পড়েন ও পত্রিকা পড়েন। ডায়াবেটিস থাকায় নিয়ম মেনে খাবার খান, লাল আটার রুটি ও সবজি তাঁর প্রতিদিনের খাদ্য। বিকেলে পার্কে হাঁটেন, যেখানে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে। জাপানিদের জীবনযাপন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি কর্মঠ জীবন যাপন করেন। দুই মেয়ে দেশের বাইরে থাকলেও, মানুষের ভালোবাসার টানে দেশ ছাড়তে চান না।