বিনোদন

তারকাদের সাহসী প্রতিবাদ, অপ্রত্যাশিত ফলাফলের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকল লোগি অ্যাওয়ার্ডস। কোলাজ

সিডনিতে লোগি অ্যাওয়ার্ডসের রাতে চ্যানেলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা

সিডনিতে হয়ে গেল অস্ট্রেলিয়ার টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান লোগি অ্যাওয়ার্ডস। তবে এবারের ৬৭তম আসরটি কেবল পুরস্কার বিতরণ আর লালগালিচার জৌলুশেই সীমাবদ্ধ থাকেনি; তারকাদের সাহসী প্রতিবাদ, কিংবদন্তির প্রতি আবেগঘন সম্মাননা এবং অপ্রত্যাশিত ফলাফলের মধ্য দিয়ে রোববার রাতের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল। এবারের মঞ্চটি ছিল অনেকটাই ব্যতিক্রম। সঞ্চালক থেকে শুরু করে পুরস্কার দিতে আসা তারকারা বারবার আয়োজক চ্যানেল এবং ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কমেডিয়ান টম গ্লিসনের মঞ্চে দাঁড়িয়ে আয়োজক চ্যানেল সেভেনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা। তাঁর এই প্রতিবাদী অবস্থান এবং অন্য তারকাদের রসিকতার ছলে করা কড়া সমালোচনা অনুষ্ঠানটি ভিন্ন রকম রূপ নেয়।
৬ আগস্ট, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025