
‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, ভেনিস উৎসবে নজিরবিহীন দিন
ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে ভেনিস চলচ্চিত্র উৎসবের শনিবারের দিনটি পরিণত হয় এক নজিরবিহীন বিক্ষোভে। কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্ভবত এত বড় মিছিল এর আগে দেখা যায়নি। হাজারো মানুষ—বয়সে তরুণ থেকে প্রবীণ, উৎসবে আগত অতিথি থেকে সাধারণ অংশগ্রহণকারী—সবাই মিলে এই মিছিলে যোগ দেন। লক্ষ্য একটাই—ইসরায়েলের গণহত্যা বন্ধ হোক। হাতে হাতে পতাকা, মুখে মুখে স্লোগান: ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’। রাজনৈতিক বার্তার মধ্যেও মিছিলটা পেয়েছিল উৎসবমুখর আবহ। ‘শান্তি’ লেখা ব্যানার ওড়াচ্ছিলেন কেউ, আবার কোথাও বাজছিল গান, কোথাও ভেসে আসছিল ফগহর্ন আর ফ্লেয়ারের আলো।৩১ আগস্ট, ২০২৫