হংকং-তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে মৃত ১৪
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাগাসাকে বলা হচ্ছে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে হংকং ও তাইওয়ানে ভয়ংকর ঝড় ও প্রবল বৃষ্টি হচ্ছে।
ইতোমধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিন কাউন্টির গুয়াংফু টাউনশিপে বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে একটি লেকের পানি দুইবার বাঁধ অতিক্রম করে শহরের মধ্যে ঢুকে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ছয় কোটি গ্যালন পানি হুয়ালিনকে প্লাবিত করেছে।
এর ফলে বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে এবং বেস কয়েকটি সেতু ভেঙে পড়েছে। শহরের বাসিন্দারা বাড়ির উপরের তলায় আটকা পড়েছেন। প্রচুর গাড়ি ডুবে গেছে।
কর্মকর্তা জানান, টাইফুনের তাণ্ডবে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১৮ জন আহত হয়েছেন। অপর ১২৪ ব্যক্তি নিখোঁজ আছেন।
টাউনশিপের প্রধান ওয়াং সে-আন রয়টার্সকে বলেন, তাদের টাউনশিপের অনেক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন।
তিনি বলেন, 'সবখানে কাদা ও পাথর দেখতে পাচ্ছি। কোথাও কোথাও পানি নেমে গেছে। আবার অন্যান্য জায়গায় এখনো পানি জমে আছে।'
সেখানে উদ্ধারকাজে ৩০০ কর্মী যোগ দিয়েছেন।
একদিন আগে থেকেই তাইওয়ানে সমানে বৃষ্টি পড়ছে। তা আরো বেড়ে যেতে পারে।
হংকংয়ে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।
সর্বোচ্চ ২০৬ কিলোমিটার গতিতে ঝড়ের খবর পাওয়া গেছে গংপিং উপত্যকা থেকে। অন্য জায়গায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে।
শহরের মানুষকে ঘরে দরজা, জানালা বন্ধ করে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং-এর উপকূলে দুই থেকে পাঁচ মিটার লম্বা ঢেউ উঠবে।
চীনের সরকারি টিভি সিসিটিভি জানিয়েছে, গুয়াংডং প্রদেশের তিনটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ চীন সমুদ্রে যেতে মানা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সমুদ্রে ১২ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠবে।
আগামী কয়েক ঘণ্টায় গুয়াংডং প্রদেশে প্রবল বৃষ্টি পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।