
'বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, এটা নতুন কিছু নয়'
টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলকে ঘিরে অনিশ্চয়তার আবহ চিরচেনা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে টানা দুটি সিরিজ জিতলেও এখনো এই ফরম্যাটে ধারাবাহিকতার মাটি শক্ত করে দাঁড়াতে পারেনি টাইগাররা। এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের নতুন চ্যালেঞ্জ। কাগজে–কলমে প্রতিপক্ষ দুর্বল বলেই ধরে নেওয়া যায়, কিন্তু বাস্তবে তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই বলেই জানালেন অধিনায়ক লিটন দাস।২৮ আগস্ট, ২০২৫